ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

সূচকের সামান্য উত্থান, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৩ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি  ৬১ লাখ টাকার।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১  হাজার ১৬৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১৯৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই  ৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩০  পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন