ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৪টি বা ৪৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।