ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

পতনেই লেনদেন শেষ পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তা শেষ রক্ষা হয়নি। শেষ পরযন্ত মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৪ কোটি ৩৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০  লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১  হাজার ৯৩০ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৯১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই  দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন