ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

২৬২ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

দীর্ঘ ছুটির পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২ বা ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০০ কোটি ৪১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।ঈদের আগে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৫ কোটি  ৯ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১  হাজার ৯২৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২৬২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই  ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন