পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আজ ৬ এপ্রিল রবিবার ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, মোহাম্মদ মোহসিন চৌধুরী, কমিশনার আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখসহ বিএসইসির সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বিএসইসির চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করেন এবং উক্ত বিষয় উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বতঃ চেষ্টা চলছে বলে উল্লেখ করেন।তিনি দেশ ও দেশের অর্থনীতির মঙ্গল কামনা করেন এবং বিএসইসর সকল কর্মকর্তা-কর্মচারীদের দেশের অর্থনীতি ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন্।এসময় তিনি আগামীতে দেশের পুঁজিবাজারের সংস্তার কারযক্রম জোরদার করে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা হবে বলে আশা ব্যক্ত করেন।

এছাড়াও বিএসইসির চেয়ারম্যান কমিশনাররা পুঁজিবাজারের অংশিজন ও সংগঠনের প্রতিনিধিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যন, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যানোসিয়েশনের (বিএমবিএ)সভাপতিসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।