যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা পরিবর্তনের বিষয়ে চীনের আপত্তি থাকায় স্থগিত হয়ে গেল চুক্তিটি।
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা পরিবর্তনের বিষয়ে চীনের আপত্তি থাকায় স্থগিত হয়ে গেল চুক্তিটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে শুল্ক ঘোষণা করার পর চুক্তিতে চীন অনুমোদন দেবে না বলে ইঙ্গিতের কথা জানিয়েছে বিশ্বস্ত দুটি সূত্র। খবর রয়টার্স।
প্রতিবেদন বলছে, বাইটড্যান্সের জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ কোনো মার্কিন বিনিয়োগকারীর কাছে বিক্রির জন্য ৭৫ দিনের সময় বাড়িয়ে জুনের মাঝামাঝি নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের আইন অনুযায়ী, জানুয়ারিতেই অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল।
ঘটনাসংশ্লিষ্ট এক সূত্রের তথ্যমতে, গত সপ্তাহেই চুক্তিটির কাঠামো প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ফলে টিকটকের মার্কিন ইউনিটের মালিকানা পেত যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো কোম্পানি। বাইটড্যান্সের অংশীদারত্ব থাকত ২০ শতাংশেরও কম। এ চুক্তিতে বর্তমান বিনিয়োগকারী, নতুন বিনিয়োগকারী, বাইটড্যান্স ও যুক্তরাষ্ট্র সরকার অনুমোদন দিয়েছিল। কিন্তু গতকাল বাইটড্যান্স এ বিষয়ে মতপার্থক্যের কথা জানায়।
কোম্পানিটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে তার অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলে, ‘(আমরা) এখনো যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা করছি, তবে কোনো চুক্তি হয়নি এবং দুটি পক্ষের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। তাই চুক্তিটি এখনো পর্যালোচনায় রয়েছে।’
চীনের ওয়াশিংটন দূতাবাস জানায়, তারা টিকটকের বিষয়ে তাদের অবস্থান আগেও জানিয়েছে।
অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘চুক্তির জন্য এখনো কিছু অনুমোদনের কাজ রয়েছে, তাই সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা চীনের সঙ্গে সদিচ্ছার ভিত্তিতে কাজ চালিয়ে যেতে চাই, যদিও তারা আমাদের পাল্টা শুল্ক আরোপে খুশি নয়। আমরা চাই না টিকটক একেবারে বন্ধ হয়ে যাক।’
ট্রাম্প গত সপ্তাহে ৩৪ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণার পর চীনে আমদানীকৃত পণ্যের ওপর আবার ৫৪ শতাংশ শুল্ক ধার্য করেছে।
ট্রাম্প জানিয়েছেন, বাইটড্যান্স টিকটকের মার্কিন ইউনিটের মালিকানা যদি হস্তান্তর করে তাহলে তিনি চীনের ওপর ধার্য শুল্ক কমাতে ইচ্ছুক।