সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬১টি বা ৪১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
সপ্তাহজুড়ে ফান্ডটির শেয়ার দর ১২.১২ শতাংশ কমে ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯.০৯ শতাংশ দর কমে সর্বশেষ ১১ টাকা লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ১০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মা ৭.৫২ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.২১ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ৬.৪০ শতাংশ, বিডি থাই ফুড ৬.৪০ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৬.৩৫ শতাংশ, আরএস আরএম স্টিল ৬.২৫ শতাংশ, বিবিএস ৬.১৫ শতাংশ ও উসমানিয়া গ্লাস শিট ৫.৫৯ শতাংশ দর কমেছে।