ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি, ৩ ব্যাক্তির বিও হিসাবে লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যাক্তির বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করা হয়েছে। এছাড়া বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫মার্চ) বিএসইসির ৯৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, খান ব্রাদার্সের শেয়ার কারসাজির সাথে জড়িত সন্দেহভাজন তিন ব্যাক্তি হলেন- মো. আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ ও মো.আখতার হোসেন।

কমিশন এই তিন ব্যাক্তির বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গতকাল ২৫ মার্চ খান ব্রাদার্সের শেয়ার সর্বশেষ ১৫৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানি ৭৫৫ বারে ২ লাখ ৬৭ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২০৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৮ লাখ টাকা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন