ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ১৪১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪৮টি কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১৪১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক  ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৫৫টির, দর কমেছে  ৬০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন