ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানাল ফু-ওয়াং ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ‘সানবিডি ২৪.কম’ “বেতন পাচ্ছে না ফু-ওয়াং ফুডের শ্রমিকরা, মহাসড়ক অবরোধ” শিরোনামে একটি নিউজ প্রকাশ করে।কোম্পানিটি জানায়, শ্রমিকরা ঈদ বোনাস ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে তথ্যটি সঠিক না। ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য কোম্পানিটি প্রস্তত আছে।গতকাল ২৩ মার্চ বিকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া শুরু করেছে কোম্পানিটি।কিছু শ্রমিকের বেতন দেওয়া এখনও বাকী আছে।ব্যাংক থেকে ধার করে বাকী শ্রমিকের বেতন দেওয়া হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, আমরা ইতোমধ্যে শ্রমিকদের সব দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছি।এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আশা করছি খুব দ্রুত শ্রমিকদের সব দাবি পূরণ করতে পারব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন