পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অর্থরিটি (আইডিআরএ) থেকে জমি বিক্রির অনুমতি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি গত ১২ মার্চ আইডিআরএ থেকে বীমা দাবি নিস্পত্তির জন্য জমি বিক্রির অনুমতি পেয়েছে।এর আগে গত ২০ জানুয়ারি কোম্পানিটি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা পুলিশ স্টেশন এলাকায় ২০ ডেসিমেল জমি বিক্রি করবে। এই জমির মূল্য দাঁড়াবে ১ কোটি ৯০ লাখ টাকা।