ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

এস.আলম কোল্ড রোল্ড স্টিলসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার  ১৫১টি বা ৩৮  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.২৪ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর ৩০  পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির ১ টাকা ৪০ পয়সা বা ৫.২৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৪.৯৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪.৬৫ শতাংশ, ইউসিবির ৪.৩১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট আগ্রোর ৪.০৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৯১ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৩৩ শতাংশ ও নর্দার্ণ জুটের ৩.২৬ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন