সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৩টি বা ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
রবিবার ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৫ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে।বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ২৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২১ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
