ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
