ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

বছরে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ গুনছে অ্যাপল টিভিপ্লাস

টিভিপ্লাস অ্যাপল সাবস্ক্রিপশনের একমাত্র পরিষেবা, যা লাভজনক নয়।

টিভিপ্লাস অ্যাপল সাবস্ক্রিপশনের একমাত্র পরিষেবা, যা লাভজনক নয়। ২০২৩ সালে গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫০ লাখে পৌঁছালেও এখনো বার্ষিক ১০০ কোটির বেশি ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে এটি। ২০১৯ সালে চালুর পর অ্যাপল প্রতি বছর ৫০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। তবে গত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ও অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের চাপে ব্যয় ৫০ কোটি ডলার কমানো হয়। খবর ম্যাকরিউমর

স্পাই-অ্যাকশন কমেডি আরগিলের মতো ব্যয়বহুল চলচ্চিত্রের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কুক, যেগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। অ্যাপল টিভিপ্লাসের দর্শক সংখ্যা যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং বাজারের ১ শতাংশের কম। যেখানে ফেব্রুয়ারিতে নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের হিস্যা যথাক্রমে ৮ দশমিক ২ শতাংশ ও ৩ দশমিক ৫ শতাংশ।

অ্যাপলের প্রাথমিক ব্যবসায়িক পরিকল্পনায় প্রথম ১০ বছরে ১৫০০-২০০০ কোটি ডলার লোকসানের পূর্বাভাস দেয়া হয়েছিল। স্ট্রিমিং ইন্ডাস্ট্রিতে এটি স্বাভাবিক হলেও অ্যাপলের ব্যয় সংযম নীতির বিপরীত। শুরুতে নির্বাহী এডি কিউ বাজেটের কড়া নজরদারি থেকে টিভিপ্লাস টিমকে রক্ষা করলেও ২০২২ সালে কুক খরচ নিয়ে কঠোর হন। অ্যাপল মিউজিক, অ্যাপল আর্কেড, অ্যাপল নিউজ প্লাস ও অ্যাপল ফিটনেস পাসের মতো অন্যান্য পরিষেবারও ব্যবহারকারী ও মুনাফা কম বলে জানিয়েছে কোম্পানিটি। এদিকে অ্যাপল মিউজিকের প্রবৃদ্ধি প্রায় থেমে গেছে। আর্কেডের প্রথম বছরে মাত্র ২০ লাখ গ্রাহক ছিল, যার ২৫ শতাংশই ছিল ফ্রি ট্রায়ালে। নিউজপ্লাসের মাসিক সক্রিয় ব্যবহারকারীও খুব বেশি নয়।

দুই বছর আগে অ্যাপলের দীর্ঘদিনের পরিষেবা নির্বাহী পিটার স্টার্ন ‌অ্যাপল টিভিপ্লাসসহ অন্য প্লাটফর্মগুলোর পরিচালনার সীমাবদ্ধতার কথা জানিয়ে পদত্যাগ করেন। এরপর অ্যাপল পরিষেবা বিভাগ পুনর্গঠন করে অ্যাপল টিভিপ্লাস, অ্যাপল মিউজিক ও আন্তর্জাতিক কনটেন্টগুলোকে নিউজপ্লাস, ফিটনেসপ্লাস, অ্যাপল বুকস ও আইক্লাউডপ্লাস থেকে আলাদা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ