ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। এই খাতে ৩.১৫ শতাংশ দর কমেছে। সিমেন্ট খাতে ২.২৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পাট খাতে ২.২৩ শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে ১.৮১ শতাংশ, ব্যাংক খাতে ১.৩ শতাংশ,খাদ্য খাতে ১.২১ শতাংশ, সাধারণ বীমা খাতে ১.১২ শতাংশ, বস্ত্র খাতে ১.১২ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৫৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৪৪ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ২৮ শতাংশ, আইটি খাতে দশমিক ১৮ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ০১ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন