ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে মিউচ্যুয়াল ফান্ডে

সম্প্রতি দেশের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)টপটেন গেইনার বা বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে চার মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহজুড়ে ফান্ডটির দর ২৩.০৮ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে ফান্ডটির ইউনিট দর ৩ টাকা ৯০ পয়সা ছিল। আর সপ্তাহ শেষে ফান্ডটির দর ৪ টাকা ৮০ পয়সা  দাঁড়িয়েছে।

এ ক্যাটাগরির মিউচ্যুয়াল ফান্ডটি ২০২৩ সালে ইউনিটহোল্ডারদের ৩ লভ্যাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহজুড়ে ফান্ডটির দর ২০ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে ফান্ডটির ইউনিট দর ১৮ টাকা ৫০ পয়সা ছিল। আর সপ্তাহ শেষে ফান্ডটির দর ২২ টাকা ২০ পয়সা দরে দাঁড়িয়েছে।

এ ক্যাটাগরির মিউচ্যুয়াল ফান্ডটি ২০২৩ সালে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর ২০২৪ সালে ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বর্তমানে ফান্ডটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহজুড়ে ফান্ডটির দর ১৮.৭৫ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে ফান্ডটির ইউনিট দর ৩ টাকা ২০ পয়সা ছিল। আর সপ্তাহ শেষে ফান্ডটির দর ৩ টাকা ৮০ পয়সা দরে দাঁড়িয়েছে।

এ ক্যাটাগরির মিউচ্যুয়াল ফান্ডটি ২০২৩ সালে ইউনিটহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর ২০২৪ সালে ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহজুড়ে ফান্ডটির দর ১৭.৮৬ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে ফান্ডটির ইউনিট দর ৫ টাকা ৬০ পয়সা ছিল। আর সপ্তাহ শেষে ফান্ডটির দর ৬ টাকা ৬০ পয়সা দরে দাঁড়িয়েছে।

এ ক্যাটাগরির মিউচ্যুয়াল ফান্ডটি ২০২৩ ও ২০২৪ সালে ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে ফান্ডটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৩০ কোটি ৬৭ লাখ টাকা।

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন