সমাপ্ত সপ্তাহে (১৬-২০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৯টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.০৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৬২ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর ২৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২০ টাকা ছিল ; যা গত সপ্তাহে ২৫ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৩.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ২০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৭৫ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ১৮.৪৮ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮.৪২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৭.৮৬ শতাংশ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ১৪.৭৫ শতাংশ ও একমি পেস্টিসাইডসের ১৪.২৯ শতাংশ দর বেড়েছে।
