ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

বেশিরভাগ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১  হাজার ৮৮৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ১৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন