ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৬টি বা ৪৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ৩২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকার

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
