ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির আজ ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫৯১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ৫৬৭ বারে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উত্তরা ব্যাংক লিমিটেড ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুড ১২ কোটি ৯৪ লাখ, লাভেলো আইসক্রিম ১১ কোটি ৮৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মা ১০ কোটি ৭১ লাখ, বিডি থাই ১০ কোটি ৩৪ লাখ, ইভিন্স টেক্সটাইল ১০ কোটি ৩২ লাখ ও ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
