ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

তাল্লু স্পিনিং মিলসসহ দর পতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার  ১৮৬টি বা ৪৭  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৩.৩৯ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর  ২ টাকা বা ৪.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৫০  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। আজ শেয়ারটির দর ২০  পয়সা বা ৪.০৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৫৬ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৫৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.৪২ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৩.২৯ শতাংশ ও মাগুরা মাল্টিপ্লেক্সের ৩ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন