ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব ভিডিও গেম তৈরি করছে লেগো

নিজস্ব ভিডিও গেম তৈরি করতে টিম গঠনের পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে বড় টয়মেকার লেগো।

নিজস্ব ভিডিও গেম তৈরি করতে টিম গঠনের পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে বড় টয়মেকার লেগো। কোম্পানির ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল অবকাঠামো ব্যবহার করে ভিডিও গেম তৈরি করতে চাচ্ছে কোম্পানিটি। খবর পিসি গেমার।

প্রতিবেদন বলছে, কোম্পানিটি ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়েছে এবং আউটসোর্সিং থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে জানানো হয়েছে, গত কয়েক বছরে ডিজিটাল অবকাঠামোয় ব্যাপকভাবে বিনিয়োগ করেছে তারা। ২০২২ সাল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সংখ্যা তিন গুণ বেড়েছে। সেই সঙ্গে তৃতীয় পক্ষের স্টুডিওগুলোয় ব্র্যান্ড আউটসোর্সিং থেকে সরে আসার লক্ষ্য নিয়েছে লেগো।

কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, তাদের আয় ১ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এ প্রবৃদ্ধিতে আনন্দ প্রকাশ করেন লেগোর সিইও নিলস ক্রিশ্চিয়ানসেন। তিনি বলেন, ‘ডিজিটাল কাজ করার পাশাপাশি মূল খেলনার ব্যবসা চালিয়ে যাওয়া একটি সহজ সিদ্ধান্ত। নিশ্চিতভাবে বলতে পারি, যতদিন আমরা লেগো ব্র্যান্ডের অধীনে আছি, সব বয়সী শিশুদের ডিজিটাল ও বাস্তব অভিজ্ঞতা দেয় এমন কিছু তৈরি করছি।’

লেগো ভিডিও গেমস তৈরির ক্ষেত্রে বিশেষ কিছু সফলতা অর্জন করেছে। জনপ্রিয় কিছু গেম তৈরি করেছে লেগোর গেম নির্মাতা ট্রাভেলারস টেলস স্টুডিও। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক গেম দ্য স্কাইওয়াকার সাগা ছিল বেশ জনপ্রিয়। তবে সব গেম তেমন সফল হয়নি। যেমন লেগো ডাইমেনশনস গেমটি তেমন প্রভাব ফেলতে পারেনি।

লেগো বলছে, কোম্পানিটি এখন আর্থিকভাবে অনেক বেশি সফল এবং তাদের ব্যবসা আরো সম্প্রসারিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। আয় ও মুনাফার পরিমাণের দিক থেকে প্রতিদ্বন্দ্বী ম্যাটেল ও হ্যাজব্রোকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে লেগো। গত সপ্তাহে প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর তাদের আয় ১৩ শতাংশ বেড়ে ১ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। পরিচালন মুনাফা বেড়েছে ১০ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ