ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

দর বৃদ্ধির কারণ জানেনা শাইনপুকুর সিরামিকস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৭ মার্চ  চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর গত  ১৯ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৩ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৯ টাকা ৮০ পয়সা বা ৭৩ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন