ভারতের সংস্কৃতির সঙ্গে দারুণ সখ্যতা ডেভিড ওয়ার্নারের। আইপিএল খেলতে এলেই ভারতীয়দের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় তাকে। আবার কখনও কখনও বলিউড কিংবা দক্ষিণী সিনেমার গান বা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে দেখা গেছে। এবার তিনি ভারতীয় একটি সিনেমাতেই অভিনয় করলেন। তেলেগু সিনেমায় অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
সিনেমার নাম ‘রবিনহুড’। মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। শনিবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে, সেটি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি এসে গিয়েছি। রবিনহুডের সদস্য হতে পেরে গর্বিত। এই সিনেমার শুটিং খুব উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।’
ছবির নায়ক নিতিন, নায়িকা শ্রীলিলা। ওয়ার্নারও অভিনয় করছেন প্রকাশ্যে আসার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা কাজ করছে। অতীতে পুষ্পার ব্র্যান্ডিং স্টাইল অনুসরণ করে ভিডিও পোস্ট দেন তিনি। এবার দেখা যাবে সিনেমার রিলে।
এবারের আইপিএলে দর্শক ওয়ার্নার। এর আগে প্রতিযোগিতায় ১৮৪টি ম্যাচ খেলে ৬৫৬৫ রান করেছেন চারটি সেঞ্চুরি ও ৬২টি ফিফটিতে।