ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন

দুই গোলে এগিয়ে গিয়েও জয়হীন ম্যানসিটি

বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না। বরং দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায় করে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্লিং হলান্ডের গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর দ্রুতই সমতা টানেন পেরভিস এস্তুপিনান। ওমার মার্মাউশের গোলে প্রথমার্ধেই আবার লিড নেয় পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোল হজম করে তারা।

এদিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সিটির জালে বল জড়ায়। তবে সঙ্গে সঙ্গেই ফাউলের বাঁশি বাজান রেফারি। অল্প সময়ের মধ্যে উল্টো গোলও পেয়ে যায় স্বাগতিকরা। হলান্ডের পাস ধরে ডি-বক্সে এগিয়ে যাওয়ার মুখে ওমার মার্মাউশ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। দারুণ স্পট কিকে দলকে এগিয়ে নেন নরওয়ের স্ট্রাইকার হলান্ড।

অবশ্য তাদের এগিয়ে থাকার আনন্দ ১০ মিনিটেই শেষ হয়ে যায়। চমৎকার ফ্রি কিকে রক্ষণ দেয়াল ভেদ করে সমতা টানেন ইকুয়েডরের ডিফেন্ডার এস্তুপিনান। বলের গতি-প্রকৃতি একেবারেই বুঝতে পারেননি গোলরক্ষক স্টেফান ওর্টেগা, জায়গা থেকে নড়েননি তিনি, বল পোস্টে লেগে জালে জড়ায়।

আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ৩৯তম মিনিটে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের ছোট্ট ভুলের সুযোগে ইলকাই গিনদোয়ান বল পেয়ে পাস দেন মার্মাউশকে এবং ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন মিশরের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে সমানতালে লড়াই করা এবং প্রতিপক্ষের চেয়ে গোলে বেশি শট নেওয়া ব্রাইটন ৪৮তম মিনিটে আবার সমতায় ফেরে। গোলটিতে অবশ্য সিটির দুর্ভাগ্য বড় ভূমিকা রাখে। কাছ থেকে তরুণ মিডফিল্ডার জ্যাক হিনশেলউডের শট লক্ষ্যে ছিল না; কিন্তু জটলার মধ্যে বল সিটি ডিফেন্ডার আব্দুখোদির কুজানভের পায়ে লেগে জালে জড়ায়।

এই ড্রয়ে লিগ টেবিলে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে গেল সিটি। ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। আর সিটির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি, তারাও একটি ম্যাচ কম খেলেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ