ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির ৫ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি।তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে পাঁচটিই রয়েছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

এস.আলম কোল্ড রোল্ড স্টিল

সপ্তাহজুড়ে এস.আলম কোল্ড রোল্ড স্টিলের দর ৩২.৩৪ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ২০ টাকা ১০ পয়সা ছিল।আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোন বোর্ড সভা অনুষ্ঠান করেনি।কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম পরিবারের সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ২১.৯৭ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ৩৫ টাকা ৫০ পয়সা ছিল।আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শাইনপুকুর সিরামিকস

সপ্তাহজুড়ে শাইনপুকুর সিরামিকসের দর ১৬.৯৬ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা ছিল।আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ২০ টাকা দরে লেনদেন হয়।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

সপ্তাহজুড়ে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর দর ১৩.২৮ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ১২ টাকা ৮০ পয়সা ছিল।আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৪ টাকা ৫০ দরে লেনদেন হয়।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

হাক্কানি পাল্প

সপ্তাহজুড়ে হাক্কানি পাল্পের শেয়ার দর ১০.৭৮ শতাংশ বেড়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ৬৪ টাকা ছিল।আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন