ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪.১ শতাংশ রয়েছে খাদ্য খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৩.৮ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১৩.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ৮.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৮ শতাংশ, জ্বালানি খাতে ৭.৭ শতাংশ, কাগজ খাতে ৫.৩ শতাংশ, জীবন বীমা খাতে ৫.৩ শতাংশ, বিবিধ খাতে ৫.১ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.৫ শতাংশ, সিরামিক খাতে ২.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৭ শতাংশ, আইটি খাতে ২.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩ শতাংশ, আর্থিক খাতে ১.৪ শতাংশ, ট্যানারি ও ভ্রমণ খাতে ১ শতাংশ, সেবা খাতে দশমিক ৭০ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৬০ শতাংশ ও পাট খাতে দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে।