ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডসহ দর পতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৫৪টি বা ৩৮  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ইউনিটটির দর ১ টাকা ১০ পয়সা বা ৫.০৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির দর  ৭ টাকা ৩০ পয়সা  বা ৪.০৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি। আজ শেয়ারটির দর  ৪০ পয়সা বা ৩.৪৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফিন্যান্স ৩.৩৩ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৩.২২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৩.০৮ শতাংশ, লিন্ডেবিডি ৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৩ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৯৬ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ২.৯৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন