ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ৩৮ মিনিট পরযন্ত ডিএসইতে ১৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২০০টির, দর কমেছে  ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন