ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২৩৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৭৭০ বারে ২১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারি ১৪ কোটি ৯৯ লাখ, লিন্ডেবিডি ৯ কোটি ৩ লাখ, ফু-ওয়াং ফুড ৮ কোটি ৩৬ লাখ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ৮ কোটি ৩৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৩১ লাখ, রবি আজিয়াটা ৭ কোটি ৬১ লাখ ও হাক্কানি পাল্পের ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
