পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি জেড থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আগামীকাল (১১ মার্চ) থেকে বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ২০২৩ সালের ঘোষিত ৩ শতাংশ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আগামীকাল থেকে প্রথম সাত দিন ঋণ সুবিধা দেওয়া যাবে না।