ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ৮৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার  ১৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৯৯টির, দর কমেছে  ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন