ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

২৭৪ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৪ কোম্পানি বা ৬৮ শতাংশ কোম্পানির দর কমেছে।

রবিবার ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬ কোটি ৩৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক  ৯  পয়েন্ট কমে ১  হাজার ৮৮০ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, দর কমেছে ২৭৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭০ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৪১ লাখ  হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন