ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

বেশিরভাগ কোম্পানির দরপতনে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি কোম্পানির দর কমেছে। এই সময়ে ডিএসইতে ১১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার  ১৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ৭৩টির, দর কমেছে  ২০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন