ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

তিতাস গ্যাসসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার (৯ মার্চ)  লেনদেনে অংশ নেওয়া ৫৮টি বা ১৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০  পয়সা বা ৭.২৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

আর ৫৩ টাকা ৩০ পয়সা বা ৫.২১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচ.আর টেক্সটাইল ৪.৮৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ৪.৪৪ শতাংশ, আল-আরাফা ইসলামী ব্যাংক ৩.৬৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম ৩.৩৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২.৭৯ শতাংশ, ডেসকোর ২.৬৪ শতাংশ ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ২.২২ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন