ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

থিম পরিবর্তন করে চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করা যাবে। ছবি: হোয়াটসঅ্যাপ ব্লগ
থিম পরিবর্তন করে চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করা যাবে। ছবি: হোয়াটসঅ্যাপ ব্লগ

প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।

এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।

চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ