সদ্য সমাপ্ত সপ্তাহে অস্থির অবস্থার মধ্যে দিয়ে পার করল দেশের পুঁজিবাজার। পুরো সপ্তাহজুড়ে ছিল পুঁজিবাজারে দরপতন। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রায় ১২শ কোটি টাকার লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৬ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ২৪২ কোটি ৫০ লাখ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইর সব ধরনের মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৩ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।
বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই এস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৮৯টির এবং অপরবর্তিত রয়েছে ২০টির।
এদিকে সমাপ্ত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনও কমেছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ৯০ শতাংশ বা ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ টাকা।