ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৪ কোম্পানি

অবশেষে পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি কিছুটা থেমেছে।মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিয়োগকারীদের আস্থা ফিরেছে।গত সপ্তাহে টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইলেক্ট্রেক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ইস্টার্ণ লুব্রিকেন্টস, জেমিনি সী ফুড ও বীচ হ্যাচারি লিমিটেড।

ডেসকো

সপ্তাহজুড়ে ডেসকোর শেয়ার দর বেড়েছে ১৭.২৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির দর ২৬ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে।২০২৪ সালে কোম্পানিটি লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

ইস্টার্ণ লুব্রিকেন্টস

সপ্তাহজুড়ে ইস্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ার দর বেড়েছে ১২.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির দর ১ হাজার ৪৯৮ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে।২০২৪ সালে কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

জেমিনি সী ফুড

সপ্তাহজুড়ে জেমিনি সী ফুডের শেয়ার দর বেড়েছে ৭.৬৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৭ টাকা ৩০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির দর ১৪৬ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে।২০২৪ সালে কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বীচ হ্যাচারি

সপ্তাহজুড়ে বীচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ৬.৬৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ১০৯ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির দর  ১১৬ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সাল থেকে বিনিয়োগকারীদের ধারাবাহিক লভ্যাংশ দিয়ে আসছে।২০২৪ সালে কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন