যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই পাঁচ বছরের জন্য অংশীদারত্ব ঘোষণা করেছে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই পাঁচ বছরের জন্য অংশীদারত্ব ঘোষণা করেছে। এ চুক্তির মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকরা ওপেনএআইয়ের উন্নত প্রযুক্তি ও গবেষণা তহবিলের সুবিধা পাবেন। খবর বিবিসি।

ওপেনএআইয়ের প্রধান অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ বলেন, ‘উন্নত এআই তৈরির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি।’ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক প্যাট্রিক গ্রান্টের মতে, এআই তাদের বৈজ্ঞানিক গবেষণাকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।
এ চুক্তির অধীনে অক্সফোর্ডের গবেষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি চ্যাটজিপিটির বিশেষ সংস্করণসহ ওপেনএআইয়ের নতুন মডেল ব্যবহার করতে পারবেন। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত ওপেনএআইয়ের সঙ্গে কাজ করা প্রকল্পগুলোর জন্য গবেষণা অনুদানও পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ চুক্তি স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মতো গবেষণাকে গতি দেবে। অধ্যাপক প্যাট্রিক গ্রান্ট বলেন, এআই বৈজ্ঞানিক আবিষ্কারের গতি বাড়াচ্ছে। একই সঙ্গে গবেষকদের জটিল ডাটা বিশ্লেষণেও সাহায্য করছে।

তিনি আরো বলেন, ‘আমরা এআই গবেষণা ও প্রয়োগে আরো এগিয়ে থাকতে চাই। এ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং এর সম্পূর্ণ ব্যবহার করতে বিশ্লেষক ও সমাজকে সাহায্য করার জন্য গবেষণায় নতুন মাত্রা যোগ করতে চাই।’
বডলিয়ান লাইব্রেরির সংগ্রহ, যা আগে অনলাইনে ছিল না, এ চুক্তির ফলে বিশ্বব্যাপী তা সহজলভ্য হবে। লাইব্রেরিয়ান রিচার্ড ওভেন্ডেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের সুবিধার জন্য জ্ঞান অর্জন, সংরক্ষণ ও সহজলভ্য করা।’
তিনি আরো বলেন, ‘আমরা শতাব্দী ধরে এ লক্ষ্যপূরণে নতুন উপায় খুঁজেছি এবং প্রযুক্তির ব্যবহারে উদ্ভাবনী হয়েছি।’
ওপেনএআইয়ের স্পন্সর করা নেক্সটজেনএআই প্রকল্পে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মাধ্যমে এ অংশীদারত্ব সম্ভব হয়েছে। লাইটক্যাপ বলেন, নেক্সটজেনএআই গবেষণার অগ্রগতি বাড়াবে। একই সঙ্গে এআইয়ের ব্যবহার বাড়াতে নতুন প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে।
এআই এখন ব্যবসা, স্বাস্থ্যসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহারে সম্প্রতি প্রযুক্তিটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভবিষ্যতের প্রযুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলো এআইকে তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করছে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে চীনা এআই টুল ডিপসিকের আধুনিক প্রযুক্তিভিত্তিক কোর্স চালু করে দেশটির একাধিক বিশ্ববিদ্যালয়। চীনের এআই প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে এটি শিক্ষার্থীদের সাহায্য করবে বলে দাবি শিক্ষকদের।