পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড (পুরোনো) অ্যাফরাম্যাক্স অয়েল ট্যাংকার এমটি ওমেরা লিগ্যাসি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ৫ মার্চ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অয়েল ট্যাংকারটি ২০ বছরের পুরোনো। এটির ধারণ ক্ষমতা ১ লাখ ৭ হাজার ৯১ মেট্রিক টন। যার মূল্য হবে ২ কোটি ২৭ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়াবে ২৭২ কোটি ৪০ লাখ টাকা।
উল্লেখ্য, এ ক্যাটাগরির এমজেএল বাংলাদেশ ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
