ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

২৬৭ কোম্পানির দরপতন, লেনদেন আরও তলানিতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৭টি বা ৬৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ৪৩ কোটি ১৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার।


সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১  হাজার ৮৮৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, দর কমেছে ২৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০১ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন