পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের সম্পত্তি, প্ল্যান্ট এবং যন্ত্রপাতি (ভূমি ও কারখানার ভবন) পুনর্মূল্যায়ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিখ্যাত চার্টার্ড একাউন্ট্যান্সি ফার্ম মালেক সিদ্দিকী ওয়ালি এবং মূল্যায়ক দ্বারা কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে। যেখানে ভবনের জন্য রিপ্লেসমেন্ট কস্ট/বর্তমান পদ্ধতি এবং ভূমির জন্য বর্তমান বাজার মূল্য পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
কোম্পানিটি জানায়, ৩১ ডিসেস্বর,২০২৪ সমাপ্ত সময়ে কোম্পনির জমির ক্রয় মূল্য ছিল ১৫ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৯৩১ টাকা। এই জমির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ১০০ টাকা। অর্থাৎ জমি পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে কারখানা, ভবন ও অন্যান্য নির্মানাধীন যন্ত্রপাতির ক্রয় মূল্য ৩৬ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৬৫৮ টাকা। এগুলোর বর্তমান মূল্য ৫১ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৪১২ টাকা। পুর্নমূল্যায়নের পর এগুলোর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৯৬২ টাকা।

জেএমআই সিরিঞ্জের ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত সময়ে সম্পদের মোট ক্রয় মূল্য দাঁড়িয়েছে ৫১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৫৮৯ টাকা। কোম্পানিটির মোট সম্পদের বর্তমান মূল্য ৮০ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৫১২ টাকা। আলোচ্য সময়ে সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ লাখ ১৮ হাজার ৬২ টাকা।