পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্ট্শেনের সহযোগী প্রতিষ্ঠান ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ স্থানন্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ট্রাকো অটোমোবাইলস ভোলা নন-পাইপ গ্যাস লাইন ইউনিটে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ইন্ট্রাকোর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ইন্ট্রাকো অটোমোবাইলসের ইতোমধ্যে স্টেশন ল্যান্ড মালিকের সাথে লিজ চুক্তির মেয়াদ শেষ করেছে।সিএনজি স্টেশনের কাজ তারা আর চালু রাখতে চায় না।
কোম্পানিটি জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে সিএনজি স্টেশনের কাজ বন্ধ হয়ে যাবে।