আগের কর্মদিবসের মত রবিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ৬৪১ বারে ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরডি ফুড ১০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ৭০ লাখ, লাভেলো আইসক্রিম ৭ কোটি ৬৫ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ৭ কোটি ৬০ লাখ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৭ কোটি ৪২ লাখ, ফু-ওয়াং ফুড ৬ কোটি ৮৪ লাখ, খান ব্রাদার্স পিপি ওেভেন ব্যাগ ৬ কোটি ৮২ লাখ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
