বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়ে হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর বাজারমূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৩৮ কোটি ৫৭ লাখ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ১০৮টির এবং অপরবর্তিত রয়েছে ২৯টির।
এদিকে সমাপ্ত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনও বেড়েছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ০২ শতাংশ বা ১৭২ কোটি ৬২ লাখ টাকা।