পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘেষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ মার্চ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি অর্থমন্ত্রাণলায়ের অধীনে ৩৫ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯২টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা।
একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান করবে। কোম্পানিটির বোর্ড সভায় ইজিএমের বিষয়ে সিদ্ধান্ত হবে।
