ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

জিমেইলে এসএমএসের পরিবর্তে কিউআর কোড

ই-মেইল পরিষেবা জিমেইলের জন্য দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ বন্ধ করতে যাচ্ছে গুগল।

ই-মেইল পরিষেবা জিমেইলের জন্য দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ বন্ধ করতে যাচ্ছে গুগল। কয়েক মাসের মধ্যে টুএফএর জন্য ছয় সংখ্যার এসএমএস কোডের পরিবর্তে কিউআর কোড চালু করা হবে বলে সম্প্রতি ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়।

জিমেইলের মুখপাত্র রস রিচেনডফার বলেন, ‘‌এসএমএস যাচাইকরণের মাধ্যমে হওয়া প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য কিউআর কোড চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। গুগল এসএমএস কোড ব্যবহার করে নিশ্চিত হয় যে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশকারী ব্যক্তিই প্রকৃত ব্যবহারকারী। তাছাড়া এর মাধ্যমে অপরাধীরা যাতে হাজার হাজার ভুয়া জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে স্প্যাম ও ম্যালওয়্যার ছড়াতে না পারে তাও নিশ্চিত করা হয়।’

বিশেষজ্ঞদের মতে, একেবারেই কিছু না থাকার চেয়ে টুএফএ হিসেবে এসএমএস কোড নিঃসন্দেহে ভালো। তবে স্ক্যামাররা প্রতারণার মাধ্যমে কোড সংগ্রহ করতে সক্ষম। তাছাড়া অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনের সময় কোড আসতেও দেরি হয়। তাছাড়া এসএমএস কোডটি প্রতিটি মোবাইল অপারেটরের নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে। এজন্য ব্যবস্থাটি তুলনামূলক ঝুঁকিপূর্ণ।

রিচেনডফার ও গুগলের কিম্বারলি সামরা বলেন, ‘‌স্ক্যামাররা অনেক ক্ষেত্রে বিভিন্ন অলনাইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে থাকা নম্বরগুলোয় প্রতারণার মাধ্যমে অসংখ্য এসএমএস পাঠায়। প্রতিটা এসএমএস থেকে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। এসব স্ক্যাম প্রতিহত করতে সাহায্য করবে নতুন এ সিদ্ধান্ত।’

নতুন পরিকল্পনা কার্যকর হওয়ার পর এসএমএস কোড পাঠানোর পরিবর্তে কিউআর কোড স্ক্যান করতে বলা হবে। এর মাধ্যমে টুএফএ নিশ্চিত করা হবে। যেহেতু কোনো কোড থাকছে না, তাই প্রতারণার ঝুঁকিও কমে যাবে। তছাড়া মোবাইল অপারেটর সম্পর্কিত নিরাপত্তা সমস্যা নিয়েও ভাবতে হবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ