ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

২০৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৮টি বা ৫২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

বুধবার ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ১৪৩ কোটি ৮১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১  হাজার ৯২৬ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ২০৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন