পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটবিসি) লেজার জেট প্রিন্টিার কিনবে এবং স্থাপন করবে। একারণে কোম্পানিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করেবে।
গতকাল ২৪ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় লেজার জেট প্রিন্টারের মাধ্যমে ৩৬এসএমডি প্যাকিং লাইন স্থাপন করবে।
কোম্পানিটি নিজস্ব তহবিল এবং ব্যাংকের অর্থায়ন থেকে বিনিয়োগ করবে।

কোম্পানিটি আরও জানায়, প্রিন্টার কিনতে ১৪ কোটি ৫৫ লাখ, প্রিন্টার স্থাপন করতে ১০ কোটি ৩৫ লাখ। প্রিন্টার কিনতে এবং স্থাপন করতে কোম্পানিটির মোট ২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে।